লিওনেল মেসির হাতেই উঠছে এই মৌসুমে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট এবং পিচিচি ট্রফি। মেসির সঙ্গে এই ট্রফি জয়ে লড়াই হয়েছে লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহর।
মেসির চেয়ে মাত্র ২ গোল পিছিয়ে মোহামেদ সালাহ। ৩০ গোল নিয়ে তৃতীয় হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি কেন। ২৯ গোল করে তৃতীয় স্থানে রয়েছেন সিরো ইমোবিলে, মাউরো ইকার্দি, রবার্ট লেওয়ানডস্কি।
গোল্ডেন বুটের বিজয়ী নির্ধারণ করা হয় মূলতঃ গোলের চেয়ে পয়েন্টের ভিত্তিতেই। ইউরো সেরা ৫টি লিগের গোল প্রতি পয়েন্ট ২ করে। বেনফিকার হোনাসও করেছেন ৩৪ গোল। তবুও তিনি গোল্ডেন বুট বিজয়ী নন। কারণ, তার গোলের পয়েণ্ট হচ্ছে ১.৫ করে। এ কারণে, তালিকার ৯ নম্বরে চলে গেছেন তিনি।
এর আগে আরও ৪বার গোল্ডেন বুটের পুরস্কার জিতেছেন মেসি। শুধুমাত্র রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা এবং মেসির চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোই চারবার গোল্ডেন বুটের পুরস্কার জিতেছেন। প্রথমবার জিতেছেন তিনি ২০০২-০৮ মৌসুমে ম্যানইউতে থাকতে। ২০০৮ থেকে সর্বশেষ ১৩বারের মধ্যে ১২জন বিজয়ী’ই হচ্ছেন স্প্যানিশ লা লিগা থেকে। ২৬ গোল নিয়ে এই মৌসুমে রোনালদো থাকলেন তালিকার আট নম্বরে।
২০১৭-১৮ মৌসুমে ইউরোপিয়ান লিগগুলোয় সর্বোচ্চ গোলদাতার তালিকা
১। লিওনেল মেসি, বার্সেলোনা - ৬৮ পয়েন্ট (৩৪ গোল)
২। মোহামেদ সালাহ, লিভারপুল - ৬৪ পয়েন্ট (৩২ গোল)
৩। হ্যারি কেন, টটেনহ্যাম হটস্পার্স- ৬০ পয়েন্ট (৩০ গোল)
৪। সিরো ইমোবিলে, ল্যাজিও- ৫৮ পয়েন্ট (২৯ গোল)
৫। মাউরো ইকার্দি, ইন্টার মিলান- ৫৮ পয়েন্ট (২৯ গোল)
৬। রবার্ট লেওয়ানডস্কি, বায়ার্ন মিউনিখ- ৫৮ পয়েন্ট (২৯ গোল)
৭। এডিনসন কাভানি, পিএসজি- ৫৬ পয়েন্ট (২৮ গোল)
৮। ক্রিশ্চিয়ানো রোনালদো, রিয়াল মাদ্রিদ- ৫২ পয়েন্ট (২৬ গোল)
৮। হোনাস, বেনফিকা- ৫১ পয়েন্ট (৩৪ গোল)
১০। লুইস সুয়ারেজ, বার্সেলোনা- ৫০ পয়েন্ট (২৫ গোল)
আজকের বাজার/আরআইএস