মন্ট্রিল টেনিস টুর্নামেন্টে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন শীর্ষ বাছাই স্পেনের রাফায়েল নাদাল।
গতরাতে টুর্নামেন্টের ফাইনালে নাদাল ৬-৩ ও ৬-০ গেমে হারিয়েছেন অস্টম বাছাই রাশিয়ার ডানিল মেদভেদেভকে। ১ ঘন্টা ১০ মিনিট সময় নিয়ে ক্যারিয়ারে পঞ্চমবারের মত এই টুর্নামেন্টের শিরোপা জিতে নেন ১৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল।