পঞ্চম ‘কসমস আর্ট ইকো’ বৃহস্পতিবার

কসমস-আতেলিয়ার৭১ আয়োজিত শিল্প সংক্রান্ত টক শো ‘কসমস আর্ট ইকো’র পঞ্চম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার।

রাজধানীর মালিবাগের কসমস সেন্টারে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ‘শিল্পের চতুষ্কোণ: জয়নুল কামরুল সুলতান সফিউদ্দিন’ শীর্ষক এ আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে প্রখ্যাত শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদকে।

চার গুরুশিল্পী- জয়নুল আবেদিন, কামরুল হাসান, এসএম সুলতান ও সফিউদ্দিন আহমেদের স্বকীয় সাধনায় বাংলাদেশের আধুনিক চিত্রকলা বিকশিত হয়েছে বিচিত্রভাবে অভূতপূর্ব মাত্রায়। তাদের সৃষ্টি বিশ্লেষণী পর্যবেক্ষণে পাঠ করে অনুভব করা দরকার বাংলাদেশের শিল্পের অভিনবত্ব। তাই এ আয়োজনে ছবির উপস্থাপনের সাথে চলবে শিল্পের তাৎপর্যবহ কথন।

আগ্রহীদের জুমের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য নিচের লিংকটি ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।

https://zoom.us/j/95590611967?pwd=SGkrQU9DR1hlUTEzWk5hWGRzd0IwQT09

মিটিং আইডি: 955 9061 1967

পাসকোড: 012315