চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এলাকায় একটি মাইক্রোবাসে (হাইচ) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৩ যাত্রী দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দেকে পটিয়া পৌরসভার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, মাইক্রোবাসে থাকা ১৩ যাত্রীকে চিকিৎসার জন্য চমেক পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, পটিয়া থেকে অগ্নিদগ্ধ ১৩ জনকে চমেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ