পটুয়াখালী জেলার কুয়াকাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আলীপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী বশির হাওলাদারের স্ত্রী জাকিয়া (৩৫) ও শিশুসন্তান সিয়াম (৪)। এ ঘটনায় তার অপর সন্তান রাজু (১৪) গুরুতর আহত হয়েছেন।
নিহতদের পরিবার ও প্রতিবেশীরা জানান, পার্শ্ববর্তী একটি বাসা থেকে অবৈধ সংযোগ নিয়ে বশির বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। কোনো লিকেজ থেকে তার টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। এতে রান্নাঘরের টিনের বেড়ার সঙ্গে হেলান দিলে কোলে থাকা শিশু সিয়ামসহ মা জাকিয়া বেগম নিহত হন। এর কিছুক্ষণ পরে ছেলে রাজু ঘরে এসে মা ও ভাইকে পড়ে থাকতে দেখে গায়ে হাত দিলে রাজুও বিদ্যুতায়িত হয়। এর পর রাজুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রাজুকে হাসপাতালে পাঠান।
মহিপুর থানার এসআই হাফিজুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ