পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর বাংলা বাজার সড়ক এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব।
শুক্রবার (২৭ জুলাই) বিকেলে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. শাহিন মৃধা (৩২) ও মো. জুয়েল গাজী (২৯)।
র্যাব-৮ ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. হাছান আলী শুক্রবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাউফলের নাজিরপুর বাংলা বাজার সড়ক এলাকায় অভিযান চালিয়ে মো. শাহিন মৃধা ও মো. জুয়েল গাজীকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৪০ পিছ ইয়াবা ও ০২টি মোবাইল সেট ও ২টি সিম উদ্ধার করা হয়।
আজকের বাজার/একেএ