পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে দুই কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ জুন) দিবাগত মধ্যরাতে ইউনিয়নের হাসনাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আয়শা বেগম ও তার চাচা শ্বশুর এরশাদ গাজী।
কলাপাড়া থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিন জন পালিয়ে যায়। এরা হচ্ছে মন্নান মুন্সি, নশা মৃধা ও শাহাবুদ্দিন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, আয়শা বেগম ও তার স্বামী ছলেমান গাজী পেশাদার মাদক ব্যবসায়ী। আগে ছলেমান মাদকসহ গ্রেফতার হয়েছে। তার অনুপস্থিতিতে স্ত্রী তার স্বজনদের নিয়ে মাদকের ব্যবসা করে আসছিল।
আজকের বাজার/একেএ