পটুয়াখালীতে নৌ-যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ রুটে নৌ যান চলাচল বন্ধ ঘোষণা করেছে নদী বন্দর কর্তৃপক্ষ।

রোববার (১০ জুন) সকাল থেকে মেঘলা আকাশের পাশাপাশি ভারী বর্ষণের কারণে জেলার কর্মজীবী মানুষরা কিছুটা ভোগান্তিতে পড়েছে।

তবে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর এই বৃষ্টি সকলের কাছে স্বস্তির এনে দিয়েছে।

পটুয়াখালী নদী বন্দরের সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান জানান, নদী বন্দরের জন্য দুই নম্বর সংকেত বিদ্যমান থাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ঢাকা-পটুয়াখালী নৌ রুটের যাবল ডেকার যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

আজকের বাজার/একেএ