পটুয়াখালী থেকে একটি ভিআইপি পিকআপ থেকে ৮শ’ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে ২ মাদক সরবরাহকারীকে। আটককৃতরা হলেন, কালাম ও মামুন।
বৃহস্পতিবার (১২ জুলাই) ভোরে সদর উপজেলার হাজিখালী বাজার সংলগ্ন এলাকায় থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি ওই এলাকাতেই। এসময় তাদের সাথে থাকা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এর পিছনে মূল হোতাদের আটকের চেষ্টা চলছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে হাজিখালী বাজার সংলগ্ন এলাকা মাদকের নিরাপদ রুট হিসাবে ব্যবহৃত করে আসছে ।
প্রসঙ্গত, সম্প্রতি লেবুখালী ফেরিঘাট সংণগ্ন পাগলার মোড় এলাকা থেকে র্যাব ৮ সদস্যরা অভিযান চালিয়ে ৭শ’ বোতল ফেনসিডিলসহ রাসেল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আরএম/