করোনা ভাইরাসে আক্রান্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় আনা হয়েছে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, বিমান বাহিনীর একটি হেলিকপ্টার যোগে পটুয়াখালী থেকে সকাল ১১ টা ১০ মিনিটে তাদের ঢাকায় আনা হয়। তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলে আইএসপিআর সূত্র জানায়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান