অর্থ আত্মসাতের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ ইউনুছ শরীফকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ মোজাহার আলী সরদারের নেতৃত্বে দুদকের একটি দল আজ বিকেল ৩ টার দিকে জেলার দুমকি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ২১জুন হতে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত ইঞ্জিনিয়ার ইউনুছ শরীফ বিশ্ববিদ্যালয়ের ৬টি প্রকল্প কাজে দরপত্র মূল্যায়ন কমিটির অগোচরে জালিয়াতি, প্রতরণা ও ক্ষমতার অপব্যবহার করে সরকারের ৫৩ লাখ ৫০ হাজার ৩৯০ টাকা আত্মসাত করেছে।
আজকের বাজার/লুৎফর রহমান