ব্যাপক পতনে শেষ হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এদিন ডিএসইতে ৭৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ব্যাপক পতনেও ডিএসইতে শেয়ার দর শতাংশ হিসাবে সর্বোচ্চ বেড়েছে বীমা খাতের এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এ দিন কোম্পানিটির শেয়ার দর ২৩.১০ টাকা থেকে বেড়ে ২৫.২০ টাকায় পৌঁছায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ৯.০৯ শতাংশ বেড়েছে। এ কারণে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.২৩ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৩.৪৫ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৩.৪২ শতাংশ, তসরিফার ৩.১৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ২.৮১ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ২.৫৫ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ২.৫০ শতাংশ সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২.৩৫ শতাংশ এবং জেমিনি সী ফুডের শেয়ার দর ১.৮৪ শতাংশ বেড়েছে।
আরএম/