পতনের বাজারেও বিক্রেতা সংকটে ৩ কোম্পানি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার পতনের বাজারেও তালিকাভুক্ত ৩ কোম্পানি বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। কোম্পানিগুলো হলো: মুন্নু সিরামিক. ফাইন ফুডস ও মুন্নু স্ট্যাপলার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, এদিন সকাল সাড়ে ১১টায় মুন্নু সিরামিকের শেয়ার বিক্রেতাশুন্য হয়ে পড়ে। এ সময়ে কোম্পানিটির শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর ফাঁকা হয়ে যায়। এক পর্যায়ে কোম্পানির ক্রেতারা সার্কিট ব্রেকারের সর্বশেষ ধাপে ৭৮.৩০ টাকায় অবস্থান নেয়। এ সময়ে ক্রেতাদের অভাবে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে যায়।

এদিন কোম্পানিটির ৪ লাখ ৪৬ হাজার ৭৬২টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য ছিল ৩ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা। আজ কোম্পানিটির ক্লোজিং প্রাইস দাঁড়ায় ৭৮.৩০ টাকা। আগের দিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৭১.২০ টাকা।

অপরদিকে, দুপুর সাড়ে ১২টায় মুন্নু গ্রুপের আরেক কোম্পানি মুন্নু স্ট্যাপলার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। এ সময় সার্কিট ব্রেকারের সর্বশেষ ধাপে কোম্পানিটির ক্রেতাদের দেখা গেলেও বিক্রেতাদের সন্ধান মিলেনি। এদিন কোম্পানিটির ১০ হাজার ৬৮৯টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য ছিল ৮ লাখ ৪৩ হাজার টাকা। কোম্পানিটির ক্রেতারা ৭৯৪.৪০ টাকায় অবস্থান নিলেও এর ক্লোজিং প্রাইস দাঁড়ায় ৭৬৫.১০ টাকা। আগের দিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৭১৫.৮০ টাকা।

অন্যদিকে, দিনের শেষ ভাগে ফাইন ফুডের শেয়ার হল্টেড হয়ে যায়। এ সময় সার্কিট ব্রেকারের সর্বশেষ ধাপে কোম্পানিটির ক্রেতাদের দেখা গেলেও বিক্রেতাদের পাওয়া যায়নি। এদিন কোম্পানিটির ৯ লাখ ৬০ হাজার ২০৪টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য ছিল ২ কোটি ৯৪ লাখ ৫২ হাজার টাকা। আজ কোম্পানিটির ক্লোজিং প্রাইস দাঁড়ায় ৩১.৩০ টাকা। আগের দিন কোম্পানিটির শেয়ারদর ছিল ২৮.৫০ টাকা।

আজকের বাজার:এলকে/এলকে ২৪ অক্টোবর ২০১৭