স্বামী অসুস্থ। তার চিকিৎসা প্রয়োজন। কিন্তু আর্থিক অসঙ্গতির কারণে স্বামীর চিকিৎসা করা হচ্ছেনা। কিন্তু স্ত্রী হিসেবে বিনা চিকিৎসায় স্বামীর মৃত্যু হবে? বিষয়টি মেনে নিতে পারেননি ভারতীয় বাংলা সিমোর জনপ্রিয় নায়িকা প্রিয়াংকা সরকার।
তাই নিজেকে ঠেলে দিলেন অন্ধকার জগতে। স্বামীর অজান্তে শুরু করলেন ‘পতিতাবৃত্তি’। যেখানে বিসর্জন দিলেন নিজের ইচ্ছে আর ভালোলাগাকে।
এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘এ তুমি কেমন তুমি’ শিরোনামের একটি ছবি।
ছবির মূল নায়িকা হিসেবে এমনই এক চরিত্রে অভিনয় করবেন তিনি৷
ছবিতে প্রিয়াঙ্কা ছাড়ও অভিনয় করেছেন, রিজ, লাবণী সরকার, কৌশিক ব্যানার্জি প্রমুখ।
এরই মধ্যে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। ট্রেলারে প্রিয়াংকার পারফরম্যান্স দেখে দর্শক মুগ্ধ হয়েছেন।
দাদা সাহেব ফালকে সম্মান পাওয়া প্রিয়াংকা এর আগে অর্ণব মিদ্যা পরিচালিত অন্দরকাহিনী ছবির চারটি ছোট গল্পের প্রতিটিতে অভিনয় করেন।
রাসেল/