চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে সবধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের কারণে সতর্কতার অংশ হিসেবে আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান জানান নগরবাসীর নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিভিল সার্জনের পক্ষ থেকে বারবার জনসমাগম এড়িয়ে চলার কথা বলা হলেও পতেঙ্গা সমুদ্র সৈকতে গতকাল প্রচুর জনসমাগম হয়। এরই প্রেক্ষিত্রে সিএমপি কমিশনার এ সিদ্ধান্ত নিয়েছেন ।
তিনি ফেসবুকে গতকালকের পতেঙ্গা বিচের একটি ছবি দিয়ে লিখেন এই হলো পতেঙ্গা সৈকতের গতকালের দৃশ্য-করোনাভাইরাস থেকে নগরবাসীকে বাঁচাতে আমরাই দায়িত্ব নিলাম- খালি থাকবে সৈকত- দয়া করে কেউ যাবেন না।
আজকের বাজার / এ. এ