করোনাকালে মাস্ক ব্যবহারের সচেতনতার জন্য পত্রিকার পাতার সাথে দেয়া হল মাস্ক। এমন অভিনব পন্থা নিয়েছে জম্মু ও কাশ্মীরের একটি স্থানীয় উর্দু দৈনিক সংবাদপত্র। সংবাদপত্রের প্রথম পাতার সঙ্গে সাঁটিয়ে এই মাস্ক দেয়া হয়। সকালে সংবাদপত্র হাতে নিয়েই পাঠকরা প্রথম পৃষ্ঠায় নীল রঙা ওই সার্জিকাল মাস্কটি দেখে চমকে উঠেন। মাস্কটি দেয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। নিচে লেখা রয়েছে ‘মাস্ক ব্যবহার করা গুরুত্বপূর্ণ’।
‘রোশনি’ সংবাদপত্রের সম্পাদক জহুর শোরা বলেন, ‘আমরা এই বার্তাটি জনগণের কাছে পৌঁছে দেয়া জরুরি বলে মনে করেছি এবং একটি মাস্ক পরার গুরুত্ব বোঝানোর জন্য এটিই একটি খুব ভাল উপায়।’
পত্রিকার এই পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশংসা করেন।