ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা কাঞ্চিরাম সেতুর সামনে পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনায় নিহত এ্যানি(২৩)শোল্লা ইউনিয়নের কোন্ডা গ্রামের আজিজুলের স্ত্রী। এছাড় দুর্ঘটনায় আহত আরও দুজন হলেন- নিহতের বোন মোটরসাইকেল আরোহী শারমিন(১৯)ও পথচারী উপেন্দ্র সরকার(৭০)।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক(এসআই)আব্দুল জলিল জানান, সন্ধ্যায় কর্মস্থল থেকে এ্যানি ও তার বোন শারমিন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে শোল্লা কাঞ্চিরাম সেতুর সামনে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তারা। এতে গুরুতর আহত এ্যানি, শারমিন ও পথচারী উপেন্দ্রকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক এ্যানিকে মৃত ঘোষণা করেন। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই আব্দুল জলিল। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান