বক্তৃতা লেখক সোরেনসন সহিংস এবং অপমানজনক ব্যবহার করতেন বলে দাবি তার সাবেক স্ত্রীর। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন সোরেনসন। তবে, এ সপ্তাহের মধ্যেই পদ ছেড়ে দেবেন বলে জানিয়েছেন তিনি।
এর আগে, গত সপ্তাহে সাবেক দুই স্ত্রীকে নির্যাতন করার অভিযোগ ওঠায় হোয়াইট হাউসের দায়িত্ব ছাড়েন সেক্রেটারি অব স্টাফ রব পোর্টার। এরই মধ্যে, একই অভিযোগে হোয়াইট হাউসের দ্বিতীয় উপদেষ্টার পদ ছাড়ার এ ঘোষণা এলো।
আজকের বাজার : আরএম/১০ ফেব্রুয়ারি ২০১৮