বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
গত শনিবার সংগঠনের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে পদত্যাগপত্র জমা দেন তাপস। আবেদনের একটি কপি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছেও জমা দিয়েছেন সরকারদলীয় এ সাংসদ।
আজ রোববার ইউসুফ হোসেন হুমায়ুনের চেম্বার থেকে সাংবাদিকদের বিষয়টি সম্পর্কে নিশ্চিত করা হয়।
পদত্যাগপত্রে তাপস উল্লেখ করেছেন, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সংগঠনের মনোনীত ব্যক্তিরা জয়লাভ করতে না পারায় তিনি পদত্যাগ করেছেন।
এস/