পদত্যাগ করলেন মেঘনা ব্যাংকের এমডি

পদত্যাগ করেছেন মেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নূরুল আমিন।

জানা গেছে ব্যাংকটির চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমানের সঙ্গে দুরত্ব তৈরি হওয়ায় তাকে পদ ছাড়তে হয়েছে।

তবে নূরুল আমিনের বক্তব্য ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। আর চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমানের দাবি, এমডির পদত্যাগের সঙ্গে ব্যাংকটির ধানমন্ডি শাখায় একটি ঋণ খেলাপির যোগসূত্র আছে।

মঙ্গলবার ২১ নভেম্বর সংবাদমাধ্যমকে আশিকুর রহমান বলেন, নূরুল আমিন দায়িত্বে থাকা অবস্থায় ব্যাংকের ধানমন্ডি শাখায় একটি ঋণ খেলাপি হয়। যেটাতে নিয়মকানুন মানা হয়নি। নিয়ম মানা উচিত ছিল। ব্যাংকের স্বার্থ রক্ষার জন্য সব জায়গায় নিয়মকানুন থাকতে হয়। সেই ঋণ খেলাপি সঙ্গে নূরুল আমিনের পদত্যাগের কিছুটা যোগসূত্র আছে। এ নিয়ে তদন্ত চলছে। গত ২ নভেম্বর নূরুল আমিন পদত্যাগপত্র দেন। ৬ নভেম্বর একটি বোর্ড বসেছিল। আমি ওই বোর্ডে ছিলাম না। আমি তখন দেশের বাইরে ছিলাম। বোর্ডে বলা হয়, পরবর্তী বোর্ডে পদত্যাগের বিষয়টি বিবেচনা করা হবে, যখন চেয়ারম্যান থাকবেন। সিদ্ধান্তটি ঝুলে ছিল।

এদিকে সূত্রটি জানিয়েছে, ১৯ নভেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগপত্রটি অনুমোদন করা হয়। ৩০ নভেম্বর থেকে পদত্যাগপত্র কার্যকর হবে। যদিও আগামী জানুয়ারি মাসেই তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

মোহাম্মদ নূরুল আমিন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান। তিনি এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আজকের বাজার: আরআর/ ২১ নভেম্বর ২০১৭