ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ ই আবদুল মুহাইমেন।
বুধবার (২৯ আগস্ট) ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় এমডির পদত্যাগপত্র সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এর আগে ২৮ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন এমডি।
পর্ষদ সভার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ইউসিবি ব্যাংকের এমডি পদে চলতি দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আরিফ কাদরী।
জানা যায়, ২০১৩ সালের ৯ জুলাই ইউসিবিতে অতিরিক্ত এমডি হিসেবে যোগ দেন আবদুল মোহাইমেন। গত বছরের জুলাইয়ে তিন বছরের জন্য এমডি হিসেবে নিয়োগ পান তিনি। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে কর্মরত ছিলেন।
আজকের বাজার/এমএইচ