পদত্যাগ করেছেন দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই’র (ঢাকা স্টক এক্সচেঞ্জ) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) একেএম জিয়াউল হাসান খান।
ডিএসইর সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, একেএম জিয়াউল হাসান খান ৪ জানুয়ারি, শনিবার ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। অসুস্থতা ও ব্যক্তিগত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে চিঠিতে জানিয়েছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন জিয়াউল হাসান খান। এই কারণেই গত মাসের প্রথম সপ্তাহ থেকে চিকিৎসার জন্য ছুটিতে রয়েছেন তিনি। বর্তমানে দেশের বাহিরে অবস্থান করছেন। জিয়াউল হাসান আগামী ১৫ জানুয়ারি থেকে পদত্যাগ চেয়ে চিঠি দিয়েছেন।
উল্লেখ্য, জিয়াউল হাসান ডিএসই ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) পরবর্তী তদারকি সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রথম সিআরও হিসেবে ২০১৪ সালের এপ্রিলে ৩ বছরের জন্য নিয়োগ পান। এরপরে ৩ বছরের জন্য তার মেয়াদ নবায়ন করা হয়। যার মেয়াদসীমা ছিল আগামী এপ্রিল মাস পর্যন্ত।