যৌন নির্যাতন: নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

চার নারীকে যৌন নির্যাতনের অভিযোগের মুখে পদত্যাগ করেছেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক শ্যানিডারম্যান। খবর বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিন ওই চার নারীর বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করার পরপরই পদত্যাগ করলেন এরিক শ্যানিডারম্যান।

অভিযোগকারী চারজনের মধ্যে দুইজন অ্যাটর্নি জেনারেলের সাবেক বান্ধবী ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সোমবার এক বিবৃতিতে এরিক শ্যানিডারম্যান বলেন, গত কয়েক ঘণ্টায় আমার বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ আনা হয়েছে। আমি সেগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। যদিও এসব অভিযোগ আমার পেশাগত কাজের সঙ্গে সম্পর্কিত নয়, তারপরও এই জটিলতার মধ্যে সেসব অভিযোগ আমার দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে। এ বিষয়টি মাথায় রেখে আমি পদত্যাগ করছি।

যৌন নির্যাতনের বিরুদ্ধে সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলা নারীদের ‘মি টু’ আন্দোলনের কঠোর সমর্থক ছিলেন এরিক শ্যানিডারম্যান।

আজকের বাজার/ এমএইচ