রাসেল মাহমুদ: পদোন্নতি ও বেতন বৃদ্ধির দাবি করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তাদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি না করে উল্টো বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে জানান বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক অনলাইন সমিতি। সংগঠনটি শিগগিরই পদোন্নতি, বেতন বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে আন্দোলনে যেতে চায়।
সংগঠনটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকের বেতনের পার্থক্য এক ধাপ থেকে বর্তমানে চার ধাপ হয়েছে। বেতন স্কেল, পেনশনসহ বর্তমানে এ পার্থক্য প্রায় ৮০ লাখ টাকায় দাঁড়িয়েছে। ফলে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। এজন্য বৈষম্য দূর করে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নীচের ধাপে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেলের মাধ্যমে দ্বিতীয় শ্রেণির মর্যাদা চান তারা।
শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রশিক্ষণগ্রাপ্ত প্রধান শিক্ষকদের পরবর্তী গ্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত সহকারি শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ, শতভাগ সহকারী শিক্ষক পদোন্নতি, চাকরিকালীন প্রশিক্ষণ বেতনক্রম ছাড়াও প্রধান শিক্ষকদের সঙ্গে বেতন বৈষম্য ৪ ধাপ থেকে ১ ধাপ নিচের স্কেলে নির্ধারণ করা।
দাবিগুলো আদায় করতে প্রয়োজনে আন্দোলন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি কাজী আবু নাসের আজাদ। তিনি অজকের বাজারকে বলেন,দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকরা কাজ করে আসলেও পদোন্নতি দেয়া হয় না। এ কারণে জ্যেষ্ঠ শিক্ষকরা কাজে মনোযোগ হারিয়ে ফেলছেন। নানাভাবে এসবের প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। তাই আন্দোলনে যাওয়ার কথা ভাবছি।
কবে আন্দোলনে যাবেন জানতে চাইলে তিনি বলেন,এ মাসেই আমরা সমস্যাগুলো নিয়ে আদালতে একটি রিট করবো। এরপর মানববন্ধনসহ অনশন কর্মসূচি পালন করার চিন্তা রয়েছে।
আজকের বাজার: আরএম/সালি/ডিএইচ ০৭ ডিসেম্বর ২০১৭