‘এক টাকার ডাক্তার’ নামেই চেনে তাঁকে বীরভূমের মানুষ। এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন সেই ‘এক টাকার ডাক্তার’ সুশোভন বন্দ্যোপাধ্যায়।
১৯৬০-এর দশকে এমবিবিএস পাশ করেন বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা সুশোভনবাবু। তারপর এমএফপিএ ও ডিসিপি করেন। পেয়েছেন স্বর্ণপদকও।
তারপর শুরু হয় কর্মজীবন। প্রথম থেকেই এক টাকায় রোগী দেখে আসছেন। জিনিসপত্রের দাম বাড়লেও নিজের ফি আর বাড়াননি সুশোভনবাবু। বরং নিখরচায় অসংখ্য দুঃস্থ মানুষেরও চিকিৎসা করেছেন।
বহু বিশিষ্টজনের চিকিৎসা করেছেন সুশোভনবাবু। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পারিবারিক চিকিৎসক ছিলেন।
পাশাপাশি, রাজনীতির গণ্ডিতেও পা রেখেছিলেন তিনি। এআইসিসি-র সদস্য ছিলেন। বোলপুর কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সদস্যও তিনি। পদ্মশ্রী সম্মান পাওয়ার পর তাঁকে বিশ্বভারতীর তরফে শুভেচ্ছা জানানো হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান