রাজবাড়ীতে পদ্মা নদীতে গরু-মহিষসহ ট্রলার ডুবির ঘটনয় ট্রলারে থাকা বেশিরভাগ গরুর প্রাণহানি ঘটেছে। তবে ট্রলারের মাঝি ও ব্যবসায়ীরা সাঁতরে তীরে উঠে আসতে পেরেছেন। ২৯ আগস্ট সোমবার বিকেলে তীব্র স্রোতের কবলে পড়ে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই ট্রলারে ৫৪ টি গরু নিয়ে ঢাকার গরুর হাটে যাচ্ছিলেন বেপারিরা। পদ্মার তীব্র ও ঘূর্র্ণায়মান স্রোতের টানে মাঝি নিয়ন্ত্রণ হারালে জৌকুড়া ফেরিঘাট এলাকায় ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ১৪টি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সন্ধ্যা পর্যন্ত দুই পাড়ে ১৩টি মৃত গরু পাওয়া গেছে। গরু ব্যবসায়ী ও রাখালেরা সাঁতরে তীরে ফিরে এসেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নুরমহল আশরাফী বলেন, স্থানীয়রা আন্তরিকতার সঙ্গে উদ্ধারকাজে সহায়তা করছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না।
আজকের বাজার: এমএম/ ২৯ আগস্ট ২০১৭