পদ্মা নদীতে আকস্মিক ভাঙন আর তীব্র স্রোতে শরীয়তপুরের নড়িয়ার চেয়ারম্যান ঘাটে নোঙর করা অবস্থায় দুইটি লঞ্চ ডুবে গেছে। পানির তোড়ে কাত হয়ে ভেসে গেছে আরও একটি লঞ্চ। এ ঘটনায় লঞ্চের স্টাফ ও যাত্রী মিলিয়ে প্রায় অর্ধশত মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
ওয়াপদা লঞ্চঘাটের ইজারাদার মোতাহার শিকারি বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৫টার দিকে নড়িয়ার চেয়ারম্যান ঘাট এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা এক সঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এসময় সেখানে ৬টি লঞ্চ নোঙর করা ছিল। এর মধ্যে শরীয়তপুর-নারায়ণগঞ্জ রুটের এমভি মহানগর ও নড়িয়া-২ লঞ্চটি সঙ্গে সঙ্গে ডুবে যায়। পানির তোড়ে কাত হয়ে ভেসে যায় ঢাকা-শরীয়তপুর রুটের এমভি মৌচাক-২। এছাড়া সুরেশ্বর-২ লঞ্চটি ক্ষতিগ্রস্থ হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সুরেশ্বর-২ লঞ্চের কেবিন বয় সরোয়ার, পাচক নুর ইসলাম ও যাত্রী মোহাম্মদ আলীকে উদ্ধার করে মুলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা লঞ্চের খোঁজ শুরু করেছে বলে জানিয়েছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলামউদ্দীন।
অতিরিক্ত পুলিশ সুপার এহ্সান শাহ্ বলেন, নিখোঁজ হওয়া যাত্রীদের খোঁজে স্থানীয়ভাবে তল্লাশি চলছে। এছাড়া ভেসে যাওয়া লঞ্চগুলো কোথায় আছে জানার চেষ্টা চলছে।
আজকের বাজার/ আরআর/ ১১ সেপ্টেম্বর ২০১৭