পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি যাওয়ার পথে বৈরী আবহাওয়ায় স্পিডবোট উল্টে এক শিশু নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং টার্নিংয়ের নিকটে বিকল্প চ্যানেলে মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু দ্বিন ইসলাম (৮) ঢাকার মিররপুর ১২ নম্বরের সিদ্দিকুর রহমানের ছেলে। সে ঈদের পর দিন পরিবারের সাথে গ্রামের বাড়ি বরিশাল যাচ্ছিল।
এদিকে শিশুটির সন্ধানে পদ্মায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশসহ স্থানীয়ভাবে চেষ্টা চলছে।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি যাওয়ার পথে আকস্মিক বাতাসে ১৯ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট উল্টে যায়। পরে শিমুলিয়া ঘাট থেকে অন্যান্য স্পিডবোট ঘটনাস্থলে গিয়ে ১৮জন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও শিশুটিকে পাওয়া যায়নি।