শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের বৈরী আবহাওয়ার কারণে মাঝপদ্মায় ২০ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় এখনো ৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৭ জুন) সকাল ১০টার দিকে পদ্মা নদীর মুন্সিগঞ্জের লৌহজং পয়েন্টে প্রবল স্রোতের কারণে এ দুর্ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী লঞ্চঘাট ব্যবস্থাপক আবদুস সালাম জানান, প্রবল বাতাস ও ঢেউয়ের তোড়ে সকাল পৌনে ১০টার দিকে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী আসার পথে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে যায়।
তিনি জানান, প্রবল ঢেউয়ের আঘাতে শামীম এন্টারপ্রাইজের একটি স্পিডবোট ডুবে যায়। ঘটনার পর পরই স্থানীয় ডুবুরিরা উদ্ধারকাজে নামেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া স্পিডবোটের ১৫ জনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৬ জনকে অসুস্থ অবস্থায় স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। এখনো ৫ জন নিখোঁজ রয়েছে বলে দাবী তাদের।
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী মো. ইমরান আহম্মেদ জানান, বিআইডব্লিউটিএ সঙ্গে কথা বলে জানতে পেরেছি এ ঘটনায় এখনো ৫ জন নিখোঁজ রয়েছে। পদ্মায় প্রবল স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে এই নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।
আজকের বাজার/ এমএইচ