ডিম ছাড়ার অভয় আশ্রম চাঁদপুরে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার সময় শেষ হচ্ছে ২২ অক্টোবর রোববার। রাত ১২টার পর থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ মাছ ধরতে নামতে পারবেন জেলেরা।
রোববার সকালে চাঁদপুর জেলা মৎস্য অফিসার মো. সফিকুর রহমান জানান, নদীতে মাছ ধরতে কোনো আইনি বাঁধা থাকবে না। জেলেরা মাছ ধরতে পারবে রাত ১২টার পর থেকে। তবে ১ নভেম্বর থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত জাটকা ইলিশ ধরতে পারবেন না জেলেরা।
জানা গেছে, চলতি বছর চাঁদপুর জেলায় খাদ্য সহায়তার আওতায় ৩৬ হাজার ৫৭৫ জেলে পরিবারের জন্য ৭৩১ দশমিক ৫ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। জেলেদের মাঝে তা বিতরণও করা হয়েছে।
অন্যদিকে চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডলের নেতৃত্বে এ বছর নদীতে ইলিশ রক্ষায় ব্যাপক অভিযান পরিচালনা করতে দেখা গেছে।
প্রশাসন অনেকাংশে ইলিশ রক্ষায় সফল হয়েছে বলে জানান জেলা ইলিশ রক্ষা ট্রাস্কফোর্স। অধিকাংশ জেলেরা সহযোগিতা করেছে বলেও জানান তারা। সকল উপজেলা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেট, নৌ-পুলিশ, কোস্টগার্ড, জনপ্রতিনিধিরাও দিনরাত পরিশ্রম করেছে ইলিশ রক্ষায় কাজ করেছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান।
আজকের বাজার:এলকে/এলকে ২২ অক্টোবর ২০১৭