ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে আজ পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বড় লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে কোম্পানির মোট ১ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৭২০টি শেয়ার ১৯ বার হাতবদল করেছে। যার বাজার দর ৪৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, পদ্মা ইসলামী লাইফের চেয়ারম্যান এএফএম ওবায়দুর রহমান, সাবেক চেয়ারম্যান আবু তাহের, ডা. এবিএম জাফর উল্লাহ, এটিএম রফিক ও এবিএম তালেব আলীসহ ১২ ডিরেক্টর এবং ৬ শেয়ারহোল্ডার তাদের হাতে থাকা ১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৯০০ শেয়ার বিক্রি করবেন। তার মধ্যে আজ ১ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৭২০টি শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে।
এদিকে পদ্মা ইসলামী লাইফের স্পন্সর ডিরেক্টর ড. একেএম আনোয়ারুজ্জামানের ৯ লাখ ৮০ হাজার ৪শ’টি শেয়ার কিনবেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। মো. আবুল বাশারের ৩ লাখ ৯০ হাজার শেয়ার, এবিএম তালেব আলির ৩ লাখ ৩০ হাজার শেয়ার ও রহিমা খানমের ৩ লাখ ৩৬ হাজার ৯৬০টি শেয়ার কিনবেন মোহাম্মদ সাইফুল আলমের স্ত্রী ফারজান পারভীন। এবিএম জাফর উল্লাহর ১৮ লাখ ৫০ হাজার শেয়ার কিনবেন মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম।
তথ্যমতে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এই শেয়ার কিনেছে দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীন ও ছেলে আহসানুল আলম এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান এফিনিটি অ্যাসেটস লি:, ক্রেস্ট হোল্ডিংস লি: ও প্যাভিলিয়ন ইন্টারন্যাশনাল এবং চট্টগ্রামের ইউনিটেক্স পেট্রোলিয়াম লি: ও ইউনিটেক্স এলপি গ্যাস লি: পদ্মা লাইফের এসব শেয়ার ক্রয় করে।
এদিকে সাধারণ বাজারে এদিন কোম্পানির মোট ২৩ লাখ ২২হাজার টাকায় ৯০ লাখ ৫৬৩টি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার ক্লোজিং দর নির্ধারণ হয়েছে ২৫.৬০ টাকা।
ব্লক মার্কেটে এদিন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ছাড়াও আরো দুই কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এবং সায়হাম টেক্সটাইল লিমিটেড। এর মধ্যে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ৭ হাজার শেয়ার ৯ লাখ টাকা লেনদেন হয়েছে। এছাড়া সায়হাম টেক্সটাইলের ২০ হাজার শেয়ার ৮ লাখ টাকায় লেনদেন হয়েছে।
জাকির/আজকের বাজার