পদ্মা সেতু প্রকল্পে কর্মরত চীনা প্রকৌশলী ও শ্রমিকদের দেশ ত্যাগ ও দেশে ফেরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সেতু কর্তৃপক্ষ।
পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আবদুল কাদের এ খবর নিশ্চিত করেছেন।
কর্তৃপক্ষ জানায়, যেসব প্রকৌশলী ও শ্রমিক ছুটি কাটাতে নিজ দেশে গেছেন তাদের পুনরায় বাংলাদেশে আসা ও যেসব প্রকৌশলী ও শ্রমিক বর্তমানে কর্মরত আছেন তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
তবে এখন পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পে কর্মরত কোনও দেশি-বিদেশি কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হননি বলে নিশ্চিত করেছেন পদ্মা সেতু কর্তৃপক্ষ।
পদ্মা সেতু প্রকল্পের মোট ১১০০ জন চীনা কর্মী কর্মরত আছেন।
আজকের বাজর/লুৎফর রহমান