প্রায় মাস খানেক পর মঙ্গলবার দুপুরে পদ্মা সেতুতে যুক্ত হয়েছে আরও একটি স্প্যান। সেতুর ১৬ ও ১৭ নং খুঁটির উপর এটি বসানো হয়েছে।
১৫০ মিটার দীর্ঘ ১৬তম এ স্প্যানটি স্থাপনের মাধ্যমে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর ২৪০০ মিটার বা প্রায় আড়াই কিলোমিটার (২.৪) দৃশ্যমান হলো।
এছাড়া, চলতি মাসেই পদ্মা সেতুতে বসতে যাচ্ছে অন্তত আরও দুটি স্প্যান। এখন দিন গড়ানোর সাথে সাথে পদ্মা সেতুও দীর্ঘায়িত দৃশ্যমান হবে।
মঙ্গলবার সকল ৯টার দিকে ভাসমান ক্রেন করে স্প্যানটি মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে নদীতে কুয়াশা থাকায় এটি পৌনে ১০ টায় রওনা হয়।
জানা যায়, কয়েকদিনের মধ্যেই ২২ ও ২৩ নম্বর খুঁটিতে এবং ২১ ও ২২ নং খুঁটির উপর আরও দুটি স্প্যান এ মাসেই বসানো হবে।
আজকের বাজার/লুৎফর রহমান