পদ্মা সেতুর অগ্রগতি ৫০ শতাংশের বেশি

পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি পঞ্চাশ ভাগের বেশি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার ২৭ ডিসেম্বর শ্রীনগর (ছনবাড়ি)-মুন্সিগঞ্জ মহাসড়কে নবনির্মিত পাঁচটি সেতু উদ্বোধনকালে তিনি এমন কথা জানান। এসময় ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, সওজ মুন্সিগঞ্জের নির্বাহি প্রকৌশলী মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৬ মিটার দীর্ঘ মস্তফাগঞ্জ সেতু, প্রায় ২৯ মিটার দীর্ঘ রান্ধুনী বাড়ি সেতু, প্রায় ১৪ মিটার দীর্ঘ সিংপাড়া সেতু, প্রায় ১৮ মিটার দীর্ঘ কোলা সেতু এবং প্রায় ২৩ মিটার দীর্ঘ কুসুমপুর বাগানবাড়ী মসজিদ (মালীপাড়া) সেতু নির্মিত হয়েছে।

তিনি বলেন, মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে ঝুঁকিপূর্ণ বেইলি সেতুসমূহ স্থায়ী কংক্রিট সেতু দ্বারা প্রতিস্থাপন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের মাধ্যমে ২৯টি বেইলি সেতুর স্থলে আরসিসি/পিসিগার্ডার সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আরও ১৫টি সেতুর নির্মাণকাজ ২০১৮ সালের জুন নাগাদ শেষ হবে এবং অবশিষ্ট ৯টি সেতুর নির্মাণকাজ ২০১৯ সালের ডিসেম্বর নাগাদ শেষ হবে।

এছাড়া ২০২০ সালের মধ্যেই মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীন সব ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর স্থলে আরসিসি/পিসিগার্ডার সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে বলে তিনি এসময় আশাবাদ ব্যক্ত করেন।

আজকের বাজার : এলকে ২৭ ডিসেম্বর ২০১৭