পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানো হচ্ছে

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান (সুপার স্ট্রাকচার) বসানোর কাজ শুরু হয়েছে পদ্মা সেতুর দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, শনিবার ২৭জানুয়ারি সকাল থেকেই স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে এর আগে কয়েকদফা এটি বসানোর কথা থাকলেও বসানো সম্ভব হয়নি

প্রকৌশলীরা গণমাধ্যমকে জানান, দ্বিতীয় স্প্যানটি বসছে ৩৮ নম্বর এবং ৩৯ নম্বর খুঁটিতে। এটি ৩৮ নম্বর খুঁটির প্রথম স্প্যানের সাথে স্থায়ীভাবে ওয়েল্ডিং করে দেওয়া হবে। কিন্তু ওয়েল্ডিংয়ের আগে এর লোড বহনের জন্য লিফটিং ফ্রেম তৈরি করা হয়েছে। যা ১৮ টন ওজন বহন করবে। কিন্তু এটি ওজন বহনে সক্ষম কিনা তা পরীক্ষার টেস্ট পাইল স্থাপন করা হয়। গতকাল শুক্রবার অপসারণ সম্পন্ন হয়ে নৌপথটি চলাচলযোগ্য হয়। তাই শনিবার সকালেই স্প্যানবাহী জাহাজটি যথাযথ স্থান অর্থ্যাৎ ৩৮ ৩৯ নম্বর খুঁটির মাঝামাঝি নিয়ে যাওয়া হয়

আজকের বাজার:এসএস/২৭জানুয়ারি ২০১৮