শরীয়তপুরের জাজিরা প্রান্তে মঙ্গলবার সকালে পদ্মা সেতুর ২৬তম স্প্যান (ইস্পাতের কাঠামো) বসানোর মাধ্যমে ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতুর ৩.৯ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতুর উপ বিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির জানান, সকাল সোয়া ৯টার দিকে ২৬তম স্প্যানটি বসানো হয়। পদ্মা সেতুতে প্রতিটি ১৫০ মিটার দৈর্ঘ্যের মোট স্প্যান সংখ্যা ৪৩টি। ইতিমধ্যে ২৬টি স্প্যান বসানো সম্পন্ন হওয়ায় আর মাত্র ১৫টি বসানো বাকি রয়েছে। এর আগে সোমবার সকাল সাড়ে ৮টায় মাওয়ার কনসট্রাকশন ইয়ার্ড থেকে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে নিয়ে রওনা হয়।
প্রকৌশলীরা জানান, ভাসমান ক্রেনটি নোঙর করে পজিশনিং করে ইঞ্চি ইঞ্চি মেপে স্প্যানটিকে তোলা হয় পিলারের উচ্চতায়। এরপর দুই পিলারের বেয়ারিংয়ের ওপর রাখা হয় স্প্যানটিকে। খুঁটিনাটি বিষয়গুলো আগে থেকেই বিশেষজ্ঞ প্যানেল দ্বারা পর্যবেক্ষণ করা হয়। প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে চীনের নববর্ষের ছুটিতে গিয়ে দেশটির বেশকিছু কর্মী আটকা পড়লেও সেতুর কাজ এগিয়ে চলছে। একের পর এক স্প্যান বসিয়ে স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হচ্ছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান