পদ্মা সেতুর ২২টি খুঁটির নতুন করে ডিজাইন করা হয়েছে। নতুন ডিজইনে একটি করে পাইল বৃদ্ধি করা হয়েছে। সেতু নির্মাণের কার্যক্রম পরিদর্শনে ২ এপ্রিল আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এ ছাড়া চতুর্থ স্প্যান স্থাপনের প্রস্তুতি এখন চূড়ান্ত। পদ্মার তলদেশের গভীরে নরম মাটি থাকার কারণে ৩৩, ৩৪, ৩৬ ও ৩৭ নম্বর খুঁটির ডিজাইনের পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত ডিজাইনে চার খুঁটিতে সাতটি করে পাইল বসছে।
এর মধ্যে অন্যান্য খুঁটির মতো রেকিং ছয়টি পাইল এবং মাঝে ভারটিক্যাল অর্থাৎ সরাসরি সোজা আরও একটি অতিরিক্ত পাইল স্থাপন হচ্ছে। তবে দৈর্ঘ্য কমিয়ে ১২৮ থেকে ১১৪ মিটার করা হয়েছে। ১৫, ১৯, ২৪, ২৫ ও ২৮ নম্বর খুঁটিতেও একই ডিজাইনের সাতটি করে পাইল বসবে।
তলদেশে নরম মাটি সেই একই কারণে পদ্মা সেতুর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ২৬, ২৭, ২৯, ৩০, ৩১ ও ৩২ নম্বর খুঁটিতে একই ডিজাইনের সাতটি করে পাইল বসবে। এই ১৩ খুঁটির লেন্থ নির্দিষ্ট করে দেয়া হলেও নকশা এখনও পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই চূড়ান্ত ডিজাইনের নকশা হাতে পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
আরএম/