পদ্মা সেতু প্রকল্পের ৫৫ শতাংশ ভৌত কাজ সম্পন্ন হয়েছে: কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্পের ৫৫ শতাংশ ভৌত কাঠামোর কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৫ জুন) সংসদে সরকারি দলের বেগম উম্মে রাজিয়া কাজলের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সরকার অগ্রাধিকার দিয়ে জনগুরুত্বপূর্ণ মেগা প্রকল্প পদ্মা সেতু ও ঢাকা সিটিতে মেট্রোরেল এ দুটি প্রকল্প রয়েছে। এর মধ্যে মধ্যে সেতু বিভাগের আওতায় পদ্মা সেতু সপ্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, রাজধানীর যানজট নিরসনে ও বৃহত্তর ঢাকার পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত, সমন্বিত ও আধুনিকায়ন করার লক্ষ্যে সরকার মেট্রোরেল নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। অগ্রাধিকারপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এ মেগা প্রকল্পটি ৫টি রুটের মাধ্যমে নগরবাসীকে সেবা প্রদান করবে।

ওবায়দুল কাদের বলেন, এর মধ্যে এমআরটি লাইন ৬-এর কাজ ৮টি প্যাকেজের আওতায় বর্তমানে চলমান রয়েছে। এছাড়া ২টি রুট এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নির্মাণের লক্ষ্যে সম্ভাব্য সমীক্ষার কাজ চলমান রয়েছে। এমআরটি লাইন-৬ রুটের কাজ মোট ৬টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

আজকের বাজার/এমএইচ