পদ্মা বহুমূখী সেতু প্রকল্পের মূল নদী শাসন প্রকল্প সংলগ্ন উজানে মাওয়া পুরাতন ফেরিঘাট থেকে কান্দিপাড়া-যশোলদিয়া অংশে নদী প্রতিরক্ষামূলক কাজের ব্যয় বাড়িয়েছে সরকার। নতুন করে এ কাজে ব্যয় বাড়ানো হয়েছে ২৫ কোটি ৬২ লাখ টাকা।
১২ জুলাই বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বলেন, সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়িত মাওয়া পুরাতন ফেরিঘাট থেকে কান্দিপাড়া-যশোলদিয়া বরাবর ১ হাজার ৩০০ মিটার নদী তীর প্রতিরক্ষামূলক কাজ একটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, এ প্রকল্পের চুক্তি মূল্য ছিল ৩৯২ কোটি ৪০ লাখ টাকা। ভেরিয়েশন যুক্ত করা হয়েছে ২৫ কোটি ৬২ লাখ টাকা। এখন প্রকল্পটি মোট চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৪১৮ কোটি ৩ লাখ টাকা।
এছাড়া বৈঠকে সরকারের আরও ৯টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১২ জুলাই ২০১৭