ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ পড়েছেন রেজওয়ানুল হক শোভন এবং গোলাম রাব্বানী।
কেন্দ্রীয় কমিটির প্রথম সহ-সভাপতি আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদে মনোনীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার, ১৪ সেপ্টেম্বর গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
একটি বিশেষ সূত্র জানায়, সিদ্ধান্তের কথা জানতে পেরে পদত্যাগ করেছেন বর্তমান সভাপতি রেজয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
প্রসঙ্গত, সম্প্রতি ছাত্রলীগের এই দুই নেতার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় এমন সিদ্ধান্ত নেওয়া হলো।
আজকের বাজার/এমএইচ