ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৩৬ রান করে আউট হয়েছেন বিরাট কোহলি। এ ব্যাটসম্যান ১৯৪ বলে ১৮ চারে এ ইনিংস সাজিয়েছেন। এটি তার ক্যারিয়ারের ২৭তম টেস্ট সেঞ্চুরি।
ভারতের জার্সিতে গোলাপি বলে প্রথম সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব অর্জন করলেন কোহলি। এছাড়া অধিনায়ক হিসেবে এটি কোহলির ২০তম সেঞ্চুরি। এ সেঞ্চুরির ফলে কোহলি ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে। অধিনায়ক হিসেবে পন্টিংয়ের সেঞ্চুরি সংখ্যা ১৯।
অন্যদিকে এটি কোহলির ৭০তম আন্তর্জাতিক সেঞ্চুরি। টেস্টে ২৭টি সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি তিনি ওয়ানডেতে হাঁকিয়েছেন ৪৩টি সেঞ্চুরি। সেঞ্চুরি সংখ্যায় এটি তৃতীয় সর্বোচ্চ। কোহলির চেয়ে মাত্র ১টি সেঞ্চুরি বেশি হাঁকিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরি হাঁকিয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক সাবেক ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
আজকের বাজার/আরিফ