ঢাকাই সিনেমার দীর্ঘকায় নায়িকাদের অন্যতম সাদিকা পারভীন পপি। এ কারণে তার জন্য মানানসই নায়ক খুঁজে পেতে পরিচালকদের ঝামেলায় পড়তে হতো।
এবার পপির উচ্চতা নিয়ে মজা করলেন আরেক নায়িকা মেহের আফরোজ শাওন। পপি ও শাওনের দেখা হয়েছিল একুশে টেলিভিশনের একটি অনুষ্ঠানে। সেখানকার একটা ছবি ফেসবুকে সোমবার শেয়ার করেন ‘চন্দ্রকথা’ নায়িকা।
ওই ছবিতে ‘থিংকিং অ্যাবাউট’ এ শাওন লেখেন, ‘পপি, তুমি এত্ত লম্বা কেন!’ এছাড়া ক্যাপশন দেন, ‘আমি শুধু নায়কদের সঙ্গে না, নায়িকাদের সঙ্গেও ছবি তুলি।’
অনেকদিন অভিনয়ে না থাকলেও নানা ধরনের অনুষ্ঠানে সরব আছেন শাওন। সম্প্রতি তিনি জানিয়েছেন গানে নিয়মিত হবেন। এছাড়া একুশে বইমেলায় আসবে তার সাক্ষাৎকারধর্মী একটি বই।
অন্যদিকে, বছর কয়েক ধরে সিনেমায় নিয়মিত নন পপি। বেশ কিছু সিনেমার ঘোষণা এলেও কোনো শুটিং ফ্লোরে যায়নি। সর্বশেষ ‘যুদ্ধশিশু’র মহরতে দেখা গেল থাকে। শহীদুল হক খানের সিনেমাটির শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে। এতে পপির বিপরীতে আছেন নাদিম।
আজকের বাজার: সালি / ১৫ জানুয়ারী ২০১৭