পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন স্পিকার

পরিবারের সঙ্গে পবিত্র ওমরাহ পালন করতে  সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার ঢাকা ত্যাগের পূর্বে সংসদ সদস্যগণ ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

পবিত্র ওমরাহ পালন ও মদিনা জিয়ারত শেষে ২৬ মার্চ তার ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

আরএম/