ফেরদৌস-মৌসুমীর অভিনীত ‘পবিত্র ভালোবাসা’ ট্রেলার ইউটিউবে প্রকাশ করা হয়েছে। গত রোববার (৩ জুন) ট্রেলারটি প্রকাশ করা হয়।
এ.কে. সোহেল নির্মিত ছবিটি আগামী জুলাইতে মুক্তি পাবে।
মৌসুমী ও ফেরদৌস ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, রোকন উদ্দিন, সুচরিতা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ, প্রবীর মিত্র, ইলিয়াস কোবরা প্রমুখ।
‘পবিত্র ভালোবাসা’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ পরিচালক নিজেই লিখেছেন। এর সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, সুবীর নন্দী, সামিনা চৌধুরী, মমতাজ, কনা, পলাশ, কিশোর ও মনির খান।
রাসেল/