জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পবিত্র হজ্জ্ব পালনের উদ্দেশ্যে মক্কা যাচ্ছেন। ২৭ আগস্ট রোববার ভোর ৬টায় ঢাকা থেকে সৌদি বিমানযোগে সৌদি আরবের উদ্দেশ্যে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
হজ্জ্ব পালনের সময় এরশাদের সঙ্গী হিসেবে আছেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা ও মেজর অবসরপ্রাপ্ত খালেদ আখতার।
হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপা চেয়ারম্যানকে বিদায় জানান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, মোঃ আবুল কাশেম, এস এম ফয়সল চিশতী, অ্যাড. মজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙ্গা, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু ও যুগ্ম মহাসচিব মোঃ শফিকুল ইসলাম শফিক সহ আরো অনেকে।
আজকের বাজার:এলকে/এলকে/ ২৭ আগষ্ট ২০১৭