অবৈধ সম্পর্কের জের ধরে গাছের সঙ্গে বেঁধে জনসম্মুখে এক নারীকে পিটিয়েছেন তার স্বামী। ভারতের উত্তর প্রদেশের বুলান্দর শহরে এমন ঘটনা ঘটেছে।
এর আগে গ্রামের পঞ্চায়েত অবৈধ সম্পর্কের ঘটনায় এক নারীকে ১০০ ঘা মারার আদেশ দেন। এর পরই বেল্ট দিয়ে ঐ স্বামী তার স্ত্রীকে মারতে থাকেন।
ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়। ভিডিওটিতে দেখা যায়, গ্রামবাসী একটি গাছের চারপাশে জড়ো হয়েছে। আর ওই গাছের সঙ্গে দড়ি দিয়ে দুহাত বাঁধা এক নারীকে তার স্বামী বেল্ট দিয়ে পেটাচ্ছেন।
পুলিশের একজন মুখপাত্র বলেছেন, এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ঐ নারী তার প্রেমিককে নিয়ে বাড়ি থেকে পালান।
কিন্তু ১০ মার্চ তার স্বামী তাকে ক্ষমা করে দিয়েছে এমনটি বলে স্ত্রীকে ফিরিয়ে আনেন। কিন্তু সে ফিরে আসার পর গ্রামের বয়োজ্যেষ্ঠের সালিশি বৈঠকে ওই নারীকে সাজা দেয়ার সিদ্ধান্ত হয়।
পরে ওই নারী একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ গ্রামের কমপক্ষে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
আজকের বাজার/আরজেড