নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার স্পেসএক্সের বিশাল স্টারশিপ রকেট উৎক্ষেপণ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, এটি তার এবং বিলিয়নিয়ার ইলন মাস্কের মধ্যে ক্রমবর্ধমান সুসম্পর্কের সর্বশেষ নিদর্শন।
ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়।
রকেট উৎক্ষেপনের সময় টেক্সাসের ব্রাউনসভিলের আশেপাশে ভিআইপি চলাচলের জন্য অস্থায়ী ফ্লাইট নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে, ট্রাম্পের ওয়েস্ট পাম বিচের বাসভবনের উপর সাধারণ বিমান চলাচলের নিষেধাজ্ঞা একই সময়ে প্রত্যাহার করা হবে।
নিউজ নেশন স্থানীয় হাউস রিপ্রেজেন্টেটিভ ভিসেন্টে গঞ্জালেজের অফিসের বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন মিডিয়া আউটলেটগুলো ট্রাম্পের যোগদানের পরিকল্পনার বিষয়ে রিপোর্ট করেছে।
স্পেসএক্সের মালিক মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এই মাসের শুরুতে রিপাবলিকানদের নির্বাচনে জয়লাভের পর থেকে ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটে প্রায় নিয়মিত তার উপস্থিতি রয়েছে।
মঙ্গলবারের উৎক্ষেপণটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেটের পরীক্ষামূলক ফ্লাইট। এটি হবে মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন এবং মানবতাকে বহুগ্রহের প্রজাতিতে পরিণত করার জন্য মস্কের দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।