পরমাণু অস্ত্রে ভারত থেকে এগিয়ে পাকিস্তান

ভারত-পাকিস্তান সম্পর্ক এখন তলানিতে। চলছে বাকযুদ্ধ আর পরমাণু বোমা বানানোর প্রতিযোগিতা। তবে এক্ষেত্রে এগিয়ে রয়েছে পাকিস্তান।

ভারতের থেকে তাদের অস্ত্র ভাণ্ডারে ১০টির বেশি পরমাণু অস্ত্র রয়েছে। এমন তথ্যই  প্রকাশ করেছে পরমাণু বোমা বিষয়ক সংস্থার‘ বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্টে’

রিপোর্টে আরও প্রকাশ করা হয়, পাকিস্তানের হাতে রয়েছে ১২০টি পরমাণু বোমা।

এই সংস্থার নিউক্লিয়ার নোটবুকে স্মরণ করা হয়েছে, ১৯৯৮ সালে মাত্র তিন সপ্তাহের ব্যবধানে পরমাণু বোমার পরীক্ষা করেছিল ভারত ও পাকিস্তান। আর এর মধ্যে দিয়েই দক্ষিণ এশিয়ায় পরমাণু বোমা তৈরির প্রতিযোগিতা শুরু হয়। ২০০২ সাল থেকেই পরমাণু অস্ত্র সম্ভারে ভারতের থেকে এগিয়ে রয়েছে পাকিস্তান।

আজকের বাজার/ আরজেড