পরমাণু চুক্তি প্রত্যাহারের ঘোষণা মারাত্মক ভুল: ওবামা

ইরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা মারাত্মক ভুল বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ভালোভাবেই কাজ করছিল। আমেরিকার শীর্ষস্থানীয় কূটনীতিক, বিজ্ঞানী ও নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ আলোচনার পর ইরানের পরমাণু সমঝোতায় সই করেছিল ওয়াশিংটন। সেই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার অর্থ হবে আমেরিকার ইউরোপীয় ঘনিষ্ঠ মিত্রদের হাতছাড়া করা।

২০১৫ সালে ইরানের সঙ্গে চুক্তিটি সম্পাদন করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন। চুক্তি অনুসারে, ইরান পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্প থেকে আসবে ও পারমাণবিক অস্ত্র উৎপাদন না করার প্রতিশ্রুতি দেবে।

বিনিময়ে দেশটির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং বিশ্বজুড়ে তেল ও গ্যাস বিক্রির সুযোগ দেয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা বহাল থাকবে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (মঙ্গলবার) রাতে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে একতরফা বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আরজেড/