পরমাণু সমঝোতা বাতিল করলে ‘পৃথিবী বদলে যাবে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে ‘এই পৃথিবী বদলে যাবে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল।

বার্লিনে এক নির্বাচনি জনসভায় গ্যাব্রিয়েল বলেন, “এটি আমাদের জন্য একটি ভয়াবহ বিপদ কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে পৃথিবী বদলে যাবে।”

২০১৫ সালের জুলাই মাসে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান। এ পরমাণু সমঝোতার প্রতি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন থাকলেও এটি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কীভাবে পৃথিবী বদলে যাবে তা উল্লেখ না করলেও জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে ট্রাম্পের সম্ভাব্য সিদ্ধান্তের ব্যাপারে আমি গভীরভাবে উদ্বিগ্ন।” ইরানের পরমাণু চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সিগমার গ্যাব্রিয়েল বলেন, “ট্রাম্পের এ সিদ্ধান্তের কারণে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে বসে তাহলে কিন্তু তা কারো জন্যই ভালো ফল বয়ে আনবে না।”

সূত্র : পার্সটুডে

আজকের বাজার : এমএম / ৯ অক্টোবর ২০১৭